reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০২১

নৌকার ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ জেলে

ফাইল ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে বালুবাহী নৌকার ধাক্কায় জেলেদের নৌকা ডুবে নিখোঁজ রয়েছেন এক জেলে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চানপুর এলাকার কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে সিলেটের বালাগঞ্জ উপজেলার মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামের  লাল বেগের ছেলে বাচু বেগ (৪০)।

জানা যায়, রাত ৯টায় কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা সেতুর নিচে মাছ ধরতে যান বাচু বেগ ও একই গ্রামের আফজাল তালুকদার। এসময় বালুবাহী ওরী কোম্পানির বড় নৌকার ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। এতে নিখোঁজ হন বাচু বেগ। নদী সাঁতরে পাড়ে উঠেন আফজাল। অনেক খোঁজাখুঁজির পরও বাচু বেগের কোনো খোঁজ পাননি স্বজনরা। ঘটনার পর ওরী কোম্পানির লোকজন নৌকা নিয়ে পালিয়ে যায়।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন জানান, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট,ফেঞ্চুগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close