reporterঅনলাইন ডেস্ক
  ০৭ মে, ২০২১

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা ইমাম

ছবি : সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ফাহাদ হোসেন (৩০) নামের মসজিদের এক ইমামকে আটক করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার রাত ২টায় উপজেলার বিতারা ইউনিয়নের দুর্গাপুর দক্ষিণ পাড়ার আলেক ডাক্তারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ফাহাদ হোসেন উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকিয়ারা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে এবং বায়তুল আমান জামে মসজিদের ইমাম। ওই নারী প্রবাসী কলিমউল্লাহর স্ত্রী।

স্থানীয়রা জানায়, ফাহাদ হোসেন প্রবাসীর স্ত্রীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদ কমিটি ও এলাকাবাসী ইমামকে সতর্ক করেন। বৃহস্পতিবার রাতে তারাবি নামাজের পর প্রবাসী স্ত্রীর ঘরে গেলে উঁৎ পেতে থাকা স্থানীয় যুবকরা তাদের আটক করে।

পরে বিষয়টি ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশে এসআই আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার পর জেল-হাজতে পাঠানো হয়েছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আপত্তিকর অবস্থা,ইমাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close