হিলি প্রতিনিধি

  ০৪ জুন, ২০২০

হিলিতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম

হিলির আড়ৎগুলোতে কমেছে ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ৭ থেকে ৮ টাকা কমেছে। গত দুদিন আগেও হিলি স্থলবন্দরের আড়তে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হতো ২৫ থেকে ২৬ টাকা দরে। সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকা কেজিতে।

করোনা পরিস্থিতিতে স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ থাকলেও রেল যোগে ভারতের নাসিক থেকে মালবাহী ট্রেনে করে আমদানি করা হচ্ছে এসব পেঁয়াজ। আড়ৎগুলোতে পেঁয়াজে সরবরাহ বেড়ে যাওয়ায় এবং ক্রেতা সংকটে বিপাকে পড়েছেন এখানাকার আমদানিকারক ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, চলতি সপ্তাহে দুদিনে ভারতীয় মালবাহী ট্রেনে করে ৮৪টি বগিতে ৩ হাজার ৩শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এবং ক্রেতা সংকট থাকায় কমেছে আমদানি হওয়া এসব পেঁয়াজের দাম।

এদিকে, কম দামে পেঁয়াজ কিনতে পেরে খুশি পাইকাররা। আর এসব পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে ঢাকা, বরিশাল, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারতীয় পেঁয়াজ,হিলি,আড়ৎ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close