হিলি প্রতিনিধি

  ২৮ মে, ২০২০

হিলিতে রেলপথে ভারতীয় পেঁয়াজের আমদানি

দিনাজপুরের হিলিতে রেলপথে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩-২৫ টাকা কেজি দরে। দীর্ঘ দুই মাস পর হিলিতে রেল যোগে আমদানি হলো ভারতীয় পেঁয়াজ। দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে একটি মালবাহী ট্রেনে ভারতের নাসিক ও ভেলোর থেকে এসব পেঁয়াজ আমদানি করে হিলির পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রায়হান ট্রেডার্স।

বৃহস্পতিবার সকালে পেঁয়াজ বোঝায় মালবাহী ট্রেনটি বিরল রেলবন্দর থেকে হিলি রেলস্টেশনে এসে পৌঁছালে খালাস কার্যক্রম শুরু হয়।

হিলি স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী জানান, ৪২টি ওয়াগানে (বগি) ১ হাজর ৬শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আমদানি হওয়া এসব পেঁয়াজ দুই দিনের মধ্যে মালবাহী ট্রেনটি থেকে খালাস করে দর্শনা বন্দর দিয়ে পুনরায় ভারতে ফেরত পাঠানো হবে।

রায়হান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহিদুল ইসলাম জানান, ভারতের নাসিক ও ভেলোর থেকে বাংলাদেশি টাকায় ২১ টাকা কেজি দরে এসব পেঁয়াজ আমদানি হয়েছে। যা হিলির পাইকারি বাজারে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব পেঁয়াজ সরবরাহ হচ্ছে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

দেশে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় খোলা বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করেন আমদানিকারকরা।

এদিকে দুই মাস বসে থাকার পর কাজে যোগ দিতে পারায় স্বস্তি ফিরে এসেছে শ্রমিকদের মাঝে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমদানি,হিলি,ভারতীয় পেঁয়াজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close