reporterঅনলাইন ডেস্ক
  ১৩ নভেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে            

ফাইল ছবি

১৪ নভেম্বর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব বিষয় নিয়েই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। বিশ্ব ডায়াবেটিস ও বিশ্ব হাঁটা দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৬৬৬ : দুই কুকুরের দেহে প্রথম রক্ত সঞ্চালন করা হয়।

১৭৮০ : ব্রিটিশরাজ ‘বেঙ্গল গেজেট’ প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে।

১৮৩১ : ব্রিটিশের বিরুদ্ধে লড়ে তিতুমীর শহীদ হন।

১৮৬৫ : মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটক প্রথম অভিনীত হয়।

১৮৯৬ : নায়াগ্রাতে বিদ্যুৎকেন্দ্র চালু হয়।

১৯০৮ : বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আলোক-সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন।

১৯২২ : যুক্তরাজ্য থেকে বিবিসি প্রতিষ্ঠা এবং প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয়।

১৯৬৯ : ব্রিটেনে রঙিন টিভি সম্প্রচার শুরু হয়।

১৯৬৯ : চার্লস কনরাড, গর্ডন কুপার ও অ্যালান চাঁদে যাত্রা করেন।

১৯৯৬ : বঙ্গবন্ধু হত্যার বিচার শুরুর প্রশ্নে সংসদে ইনডেমনিটি (বাতিল) বিল পাস।

জন্ম :

১৮৮৯ : জহরলাল নেহরু, ভারতের জাতীয় কংগ্রেসের ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।

১৯৩৮ : আবু তাহের, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

মৃত্যু :

১৯২০ : রাজা সুবোধচন্দ্র বসু মল্লিক ভারতের স্বাধীনতা সংগ্রামী।

১৯৯৬ : ভার্জিনিয়া চেরিল, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।

২০০৪ : ওয়াসীমুল বারী রাজীব। বাংলাদেশি অভিনেতা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close