reporterঅনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

৯ নভেম্বর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় নতুন দিগন্ত। এসব বিষয় নিয়েই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৭২৯ : স্পেনের সেভিল শহরে ঐতিহাসিক সেভিল চুক্তি সই।

১৭৯৮ : ব্রিটিশ গভর্নর কলকাতায় রবিবার ঘোড়দৌড় ও জুয়াখেলা নিষিদ্ধ করেন।

১৯১৭ : রাশিয়ায় বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে শ্রমিক-কৃষকের প্রথম সরকার গঠন।

১৯১৮ : প্রথম বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর কাছে জার্মান বাহিনীর পরাজয়। সর্বশেষ সম্রাট দ্বিতীয় উইল হেলমের পদত্যাগ।

১৯৬৫: ব্রিটেনে হত্যার দায়ে মৃত্যুদ- আইন রহিত ঘোষণা।

১৯৭২ : মার্কিন যুক্তরাষ্ট্রে ২৫ লাখ বছরের পুরোনো ফসিল উদ্ধার।

১৯৮৯ : পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্তকারী বার্লিন প্রাচীর ভাঙার কাজ শুরু।

১৯৯৯ : জাতিসংঘ সংস্থা ইউনেসকো নির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয়।

জন্ম :

১৮৭৭ : স্যার মুহাম্মদ ইকবাল, ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ।

১৮৮৫ : হেরমান ভাইল, জার্মান গণিতবিদ।

১৯৩৪ : বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান।

মৃত্যু :

১৯৫৩ : সৌদি বাদশাহ আবদুল আজিজ ইবন সৌদ।

১৯৮০ : উপমহাদেশের বিশিষ্ট কমিউনিস্ট নেতা পূরণচাঁদ যোশী।

২০০৪ : আইরিস চ্যাং, আমেরিকান ইতিহাসবিদ, সাংবাদিক ও লেখক।

২০০৫ : কে আর নারায়ণ, ভারতীয় সাংবাদিক ও রাষ্ট্রপতি।

২০১১ : হর গোবিন্দ খোরানা, ভারতীয় বংশোদ্ভূত নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী।

২০১২ : সের্গেই নিকলস্কয়, তিনি ছিলেন রাশিয়ান গণিতবিদ ও অধ্যাপক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close