reporterঅনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর, ২০২২

ইতিহাসের এই দিনে      

ফাইল ছবি

১১ অক্টোবর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। দিনটি আন্তর্জাতিক কন্যা শিশু দিবস হিসেবে পালিত হয়। জেনে নিন এ দিনের আরো গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু দিন। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

৬৩২ : ইয়ামমার যুদ্ধে ভণ্ড নবী মুসায়লাম কাজ্জাব নিহত হয়।

১৫০৩ : দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে ভাস্কো-দা-গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।

১৭৩৭ : কলকাতায় যুগপৎ ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে তিন লাখ লোকের প্রাণহানি।

১৯৫৭ : প্রধানমন্ত্রীর পদ থেকে শহীদ সোহরাওয়ার্দীর পদত্যাগ।

১৯৬২ : চীন-ভারত যুদ্ধ শুরু।

২০০০ : লন্ডনে প্রথম মুসলিম মাধ্যমিক স্কুলকে সরকারি হিসাবে অনুমোদন দেওয়া হয়।

জন্ম :

১৮৭১ : আবদুল করিম সাহিত্যবিশারদ, বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক।

১৮৭৭ : চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক ও ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক।

১৯২১ : নীলিমা ইব্রাহিম, বাঙালি শিক্ষাবিদ।

১৯৪২ : অমিতাভ বচ্চন, জনপ্রিয় ভারতীয় অভিনেতা।

মৃত্যু :

১৯৩৮ : নগেন্দ্রনাথ বসু, বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা,প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ।

১৯৯১ : গোলাম সামদানি কোরায়েশি, বাংলাদেশি সহিত্যিক, গবেষক ও অনুবাদক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে,১১ অক্টোবর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close