বাণিজ্য প্রতিবেদক

  ০৫ এপ্রিল, ২০১৮

পুঁজিবাজার থেকে সরকারের রাজস্ব আয় কমছেই

চলতি বছরের ফেব্রুয়ারির তুলনায় মার্চে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকার ১ কোটি ৬৩ লাখ টাকার রাজস্ব হারিয়েছে। মন্দা পুঁজিবাজারে লেনদেন কম হওয়ায় সরকার এই টাকা রাজস্ব হারাল। এর ফলে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ক্রমাগতভাবে সরকারের রাজস্ব কমেছে।

এদিকে সরকারে পাশাপাশি একই কারণে ডিএসইর ব্রোকারেজ হাউস মালিকদের লোকসান বেড়েছেই চলছে। এমন অবস্থা হয়েছে যে প্রতি মাসে প্রথম সারির ১০টি ব্রোকারেজ হাউসের লোকসান হচ্ছে ১০ থেকে ১৫ লাখ টাকা করে। এরপরের ৯০টি ব্রোকারেজ হাউসের লোকসান হয়েছে অন্তত ১ থেকে ১০ কোটি টাকার করে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে আরো বেশি দরপতন হওয়ায় বিনিয়োগকারী এবং উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি কমেছে। ফলে সরকার জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে সাড়ে ৫ কোটি আর ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে দেড় কোটি টাকার রাজস্ব হারাল। ডিএসইর তথ্য অনুসারে, মার্চ মাসে ২০ কার্যদিবস লেনদেন হয়েছে। এইদিনগুলোতে লেনদেন ৩৩৫ কোটি ৭৪ লাখ টাকা করে লেনদনে হয়েছে ৬ হাজার ৭১৪ কোটি ৮০ লাখ টাকা।

এর আগের মাস ফেব্রুয়ারিতে লেনদেন হয়েছিল ১৯ কার্যদিবস। প্রতিদিনে ৪০৪ কোটি ১৯ লাখ টাকা করে লেনদেন হয়েছিল ৭ হাজার ৬৭৯ কোটি ৬১ লাখ টাকা। ফলে ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে লেনদেন কমে দাঁড়ায় ৯৬৪ কোটি ৮১ লাখ টাকা। যা শতাংশের হিসেবে ১৭ শতাংশ। আর সে কারণে ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে ডিএসই থেকে সরকার রাজস্ব আয় বঞ্চিত হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৩ হাজার ৯৮৫ টাকা।

ডিএসই বলছে, ২ ধরনের রাজস্ব আয়ের মধ্যে মার্চ মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৩৬ লাখ ২১ হাজার ৪৭৯ টাকা। এর মধ্যে ডিএসইর আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩ বিবিবি ধারা অনুযায়ী ব্রোকারেজ কোম্পানি থেকে উৎসে কর বাবদ আয় হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৪১১ টাকা।

অপরদিকে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩ এম ধারা অনুযায়ী স্পন্সর ও প্লেসমেন্ট সিকিউরিটিজ বিক্রি বাবদ আয় হয়েছে ৩ কোটি ৬৪ লাখ ৭৬ হজার ৬৮ টাকা। একইভাবে এর আগের মাস ফেব্রুয়ারি থেকে সরকারের আয় হয়েছিল ১১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৪৬৪ টাকার। এর মধ্যে ব্রোকারেজ কোম্পানি থেকে উৎসে কর বাবদ আয় হয়েছিল ৭ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৫৭৩ টাকা। উদ্যোক্তাদের শেয়ার বিক্রি বাবদ আয় হয়েছিল ৪ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৮৯১ টাকা।

এর আগের মাস জানুয়ারিতে দুই ধরনের লেনেদেন থেকে সরকারের আয় হয়েছিল ১৮ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮৩০ টাকা। সেই সময় ২৩ কার্যদিবসে ১০ হাজার ৭২ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছিল। সেখান থেকেই এই টাকার রাজস্ব আয় হয়েছিল। একই অবস্থা দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এ বিষয়ে নাম না প্রকাশের শর্ত ডিএসই এক ব্রোকারেজ হাউসের এমডি বলেন, আমার দুটি অফিস। এই দুটি অফিস চালাতে গিয়ে গত মাসে লোকসান দিতে হয়েছে ৫ কোটি টাকা। মার্চ মাসে লোকসানের পরিমাণ আরো বেড়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুঁজিবাজার,রাজস্ব আয়,মন্দা পুঁজিবাজার,বিনিয়োগকারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist