অগ্রণী ব্যাংকের বসুন্ধরা আবাসিক এলাকা শাখা উদ্বোধন
ব্যাংকসেবাকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে গত রবিবার (২০ অক্টোবর) ঢাকার বসুন্ধরায় অগ্রণী ব্যাংক পিএলসি ‘বসুন্ধরা আবাসিক এলাকা শাখা’ নামে ব্যাংকের ৯৭৯তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি থেকে শাখাটি উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ওয়াহিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও মো. আবুল বাশার। উদ্বোধন অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল-১-এর মহাব্যবস্থাপক এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম, ঢাকা সার্কেল-২-এর মহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদার, মহাব্যবস্থাপক (আইডি) শাহীনূর সুলতানা। অনুষ্ঠানে বসুন্ধরা আবাসিক এলাকা শাখার ব্যবস্থাপক মারফুল ইসলাম, এভারকেয়ার হাসপাতালের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাইনুর রহমান ভূঁইয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"