reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২৪

১৯তম জাতীয় ফার্নিচার মেলায় উডকোটিং পণ্যসম্ভার নিয়ে বার্জার

আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় আয়োজিত ১৯তম জাতীয় ফার্নিচার মেলায় অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি চলবে।

কাঠের/বোর্ডের আসবাবপত্রের জন্য মেলায় বার্জার পেইন্টস প্রদর্শন করছে সর্বাধুনিক জার্মান প্রযুক্তিতে তৈরি তাদের ইনোভা উডকোটিং পণ্য। বার্জার ইনোভা দিচ্ছে ৭০টিরও বেশি শেডে দৃষ্টিনন্দন গ্লসি বা ম্যাটফিনিশিংয়ের অপশন আর এই রং তাপ ও পানিপ্রতিরোধী, সঙ্গে রাখে দৈনন্দিন ব্যবহারের দাগপড়া থেকে দুশ্চিন্তামুক্ত।

এ ছাড়া মেলায় বার্জার নিয়ে এসেছে তাদের পেইন্টিং সেবার নতুন সংযোজন, বার্জার ফার্নিফ্যাব, যা ভোক্তাদের যেকোনো নতুন বা পুরোনো কাঠের/বোর্ডের ফার্নিচার পেইন্টিংয়ের সেবা দেয়। জার্মানপ্রযুক্তির সেরা মানের উডকোটিং পণ্য আর বিশেষজ্ঞ অ্যাপ্লিকেটর টিম নিশ্চিত করে ভোক্তাদের সেরা অভিজ্ঞতা। বার্জারের হটলাইনে (১৬৮০৪) কথা বললেই পাওয়া যাবে এই নান্দনিক পণ্যের সেবা।

দশকের পর দশক জুড়ে সেরা মান ও রঙের সলিউশন দিয়ে আসায় বাসাবাড়ি এবং ফার্নিচার প্রস্তুত কারকের কাছে জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড বার্জার পেইন্টস। সময়ের সঙ্গে বদলেছে বাসাবাড়ির ফার্নিচারের ক্ষেত্রে ভোক্তাদের রুচি আর তাই নিত্যনতুন চাহিদার কথা বিবেচনা করে বার্জার পেইন্টস বাজারে সব সময় তাদের নতুন সব পণ্য নিয়ে হাজির হয়। তাই, তাদের উডকোটিং সলিউশন ও নতুন ফার্নিচার পেইন্টিং সার্ভিস সম্পর্কিত বিস্তারিত জানতে ভোক্তাদের মেলায় স্বাগত জানাচ্ছে বার্জার। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close