reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০২৪

এমটিবি ও আইপিডিসির চুক্তি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সম্প্রতি এমটিবির প্রধান কার্যালয়ে ক্যাশ ম্যানেজমেন্ট সেবাবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. খালিদ মাহমুদ খান এবং আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ শামস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়া এমটিবির মো. শামসুল ইসলাম, ডিএমডি ও হেড অব ট্রেজারি; মোহাম্মদ মামুন ফারুক, ডিভিশনাল হেড অব হোলসেল ব্যাংকিং-১; খালিদ হোসেন, হেড অব ডিজিটাল ব্যাংকিং; মোহাম্মদ আশিক ইকবাল খান, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং এবং আইপিডিসির মো. আশিক হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; ফাহমিদা খান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার; জুমারাতুল বান্না, হেড অব করপোরেট বিজনেস অ্যান্ড ভারপ্রাপ্ত হেড অব ট্রেজারি; মো. আফজালুর রশিদ, চিফ টেকনোলজি অফিসার; রাহাত জামিল, ভারপ্রাপ্ত হেড অব অপারেশন ও সুব্রত বসাক, সহকারী মহাব্যবস্থাপকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close