reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০২৪

ক্লাইমেট ফোকাসড অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক

সাসটেইনেবিলিটি কার্যক্রমে দৃঢ় অঙ্গীকারের জন্য ‘ক্লাইমেট-ফোকাসড ব্যাংক ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড’ জিতেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রোস্টারের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চীফ সাসটেইনেবিলিটি অফিসার মো. সাব্বির হোসেন। ইউএসএআইডি, স্রেডা, ইডকল ও বিএসআরইএ’র সহায়তায় ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব এনার্জি ও গ্রিনটেক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন ও গ্রিন এক্সপোর ২৪তম অধিবেশনে এ পুরস্কার হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ভন লিন্ডে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) সীতেশ চন্দ্র বাছাড়সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close