reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৪

বাংলাদেশ কৃষি ব্যাংকের বিশেষ পর্যালোচনা সভা

বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপকদের অংশগ্রহণে ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায়িক খাতসহ পরিচালন-সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানের সভাপতিত্বে সভায় ২০২৩-২৪ অর্থবছরের সব ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে শতভাগ অর্জন নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। ব্যবস্থাপনা পরিচালক ঋণ বিতরণ, ঋণ আদায় ও আমানত সংগ্রহের ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের দিকনির্দেশনা দেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সব সদস্য। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন, সালমা বানুসহ মহাব্যবস্থাপকরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close