reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৪

কুমিল্লার লালমাইয়ে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

স্মার্ট ব্যাংকিংসেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে কুমিল্লার লালমাইয়ে রূপালী ব্যাংক পিএলসির ভুশ্চিবাজার শাখার আওতাধীন ৩০তম বেলঘর উপশাখা উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পারসুমা আলম, উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়া ব্যাংকের সব মহাব্যবস্থাপক এতে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। এ সময় বেলঘর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালেকসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতা, শিক্ষাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close