reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৪

এনসিসি ব্যাংক ও প্রাণ-আরএফএলের মধ্যে চুক্তি

এনসিসি ব্যাংক সম্প্রতি প্রাণ-আরএফএলের সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্টবিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের পরিবেশক ও প্রতিনিধিরা তাদের সংগৃহীত অর্থ দেশব্যাপী বিস্তৃত এনসিসি ব্যাংকের যেকোনো শাখা ও উপশাখার মাধ্যমে দ্রুততার সঙ্গে নগদ লেনদেন মোডিউলের সুবিধা পাবেন।

এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমের উপস্থিতিতে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী সিপিএ এবং এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এ সময় এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলম, এসইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও প্রগতি সরণি শাখার ব্যবস্থাপক সৈয়দ সাদিকুর রহমান, হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং প্রাণ-আরএফএলের সিনিয়র ম্যানেজার (করপোরেট ফিন্যান্স) খাইরুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট) আফসার দেওয়ান আবিদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close