reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি, ২০২৩

প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, প্রাইম ব্যাংকের একটি অলাভজনক অঙ্গ সংগঠন, যা সামাজিক দায়িত্ব¡ পালনে সমাজের সুবিধাবঞ্চিত জনগণের কল্যাণে নিয়োজিত। বাংলাদেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক মানবিক অধিকারসমূহ পূরণে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন সদা সচেষ্ট। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ২১ জানুয়ারি রাজধানীর স্থানীয় একটি হোটেলে ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কর্মসূচি-২০২২-এর বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, পরিচালক, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকতা ডা. ইকবাল আনোয়ারসহ প্রাইম ব্যাংক এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় ২০০৭ সাল থেকে যাত্রা শুরু করে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ, বিশ্ববিদ্যালয়) অধ্যয়নরত সুবিধাবঞ্চিত অথচ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে এবং এ যাবৎ ৩,৯৬৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এ বছর নতুন আরো ২৬০ জন অন্তর্ভুক্ত হওয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৪,২২৭ জন। উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ২,৬০০ টাকা করে বৃত্তি লাভ করবে এবং এ বৃত্তি তাদের স্নাতকপর্যায়ের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের এই শিক্ষাবৃত্তি প্রকল্পের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হচ্ছেন অধ্যাপক এম কিউ কে তালুকদার, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও রাশেদা কে চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close