reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০২২

প্রাইম ব্যাংক ও অনন্ত কোম্পানি লিমিটেডের চুক্তি

প্রাইম ব্যাংক সম্প্রতি অনন্ত কোম্পানি লিমিটেডের গার্মেন্টকর্মীদের ডিজিটাল পদ্ধতিতে ঋণ সেবা প্রদানে কোম্পানিটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে অনন্ত কোম্পানির গার্মেন্টকর্মীরা প্রাইম ব্যাংকের ডিজিটাল ন্যানো লোন প্ল্যাটফরম ‘প্রাইমঅগ্রিম’ অ্যাপের মাধ্যমে মাত্র ৪ মিনিটে লোন পাবেন। এছাড়াও সেবাটি ব্যাংকিং সময় নির্বিশেষে ২৪ী৭ পাওয়া যাবে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশিদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান এএনএম মাহফুজ এবং অনন্ত কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান এবং অনন্ত কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এম সাজেদুল করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close