
আবদুল বারেক তালুকদার
কথা দিলাম

চঞ্চল বিহ্বলতায় ভরা বিমুগ্ধ চোখ আর
তোমার ভালোবাসায় সিক্ত সেই মন
যা দিয়ে শুরু হয়েছিল সব হাসা-কাঁদা
সবকিছু পাওয়ার আশা।
সেই অকৃত্রিম অমলিন মুখে
যত কিছু পাওয়ার নেশা
আমি তো ফিরে যেতে চাই
সে রকম কোনো এক বোঝাপড়ায়।
মনে পড়ে, আমার বাঁয়ে ছিল ভয়ভীতি
ডানদিকে আকাঙ্ক্ষা
মাঝখানে আঁকড়ে রাখা তোমাকে।
যদি টানতে হয়- এসো, এখান থেকেই ইতি টানি
পদতলের ধুলো ছুঁয়ে বলি আর তো প্রতারণার সুযোগ নেই
নিজেকে কথা দিয়ে রেখেছি
অতএব, কথা রাখতে চাই এখন।
যদি কিছু ফেলে এসে থাকি-থাক
যদি কিছু সরে যায়-যাক
কুড়িয়ে নেওয়ার তেমন নেই কিছু।
তবে আর প্রতীক্ষা কেন-
হয়তো ফুরিয়ে গেছে জীবনের সব লাবণ্য
হয়তো দেওয়ার তেমন নেই কিছু
তবুও আমরা তীরে পৌঁছাতে চাই যে
ভীষণ একগুঁয়ে সব সময়
বেলা-অবেলায় শুধু প্রতীক্ষার খেলা।
দুই দিগন্ত থেকে তোমার আমার পথ চাওয়া
কি এমন সংশয়, চিঠি দিয়ো
আর কিছু নয়
এ থেকেই খুঁজে নেব
তোমার ছোঁয়া, তোমার ভালোবাসা।
"