reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০২২

শাকিলা নাছরিন পাপিয়া

লক্ষ্মী মেয়ে

আবৃত মাথা থেকে পা

তবু চোখ দুটো ঠিকই চিনিয়ে দিল।

চেতনা না!

যৌবনের উদ্দীপ্ত সকালের উচ্ছ্বাস কণ্ঠে তখন।

তার চোখেও খেলে গেল হঠাৎ চমক।

ছুটে গিয়ে ছুঁতে চাওয়া হলো না

হাঁটুব্যথা জানাল সময়ের অসহায়ত্ব।

বিস্ময়ে বিমূঢ় আমি শুধালাম,

মনে আছে, ৯০-এর উত্তাল দুপুর,

মিছিলে, নাটকে, গণসংগীতে বিভোর

সময় বদলে দেওয়ার দুরন্ত স্বপন?

চেতনার দুচোখে তখন এক আকাশ বেদনা।

আমার রান্না ছাড়া চলেই না কর্তার

পায়েসটা ভালোই রাঁধি আমি।

চমৎকার রবীন্দ্রসংগীতের গলা ছিল তোর।

তালটা কেটে গেছে বহুকাল

সুর তো নির্বাসনে।

চেতনা, কী হয়েছে তোর?

শুধাই তারে করুণ স্বরে।

জলে ভেজা দুটো চোখ তুলে বলে,

কেমন লক্ষ্মী মেয়ে হয়েছি বল?

একটি লক্ষ্মী মেয়ে হেঁটে যায়

এক আকাশ বেদনার হাহাকার পেছনে ফেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close