reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০২২

নাজমা বেগম নাজু

বুকের মাঝে দুঃখ নদী

শোককে এবার শক্তি করি

রাতের আঁধার নিংড়ে আনি

আকাশ আলোর বান।

বুকের মাঝে দুঃখ নদী,

পাথরচাপা বরফ হয়ে

জমে আছে

শোকের সাগর!

এই সাগরে ভাসিয়ে জয়ের মালা

মহাকালের আলোর মশাল

দীপ্ত হাতে জ্বালি।

এই শ্রাবণে অশ্রু ধোয়া মেঘ প্লাবনে

জাতির পিতার স্বপ্নটাকে

মহাকাব্যের অশেষ জোয়ার করি।

অযুত নিযুত লক্ষ প্রাণের

হৃদয় নীড়ের কোটি প্রদীপ করি,

অন্তবিহীন আলোয় সাজুক

বাংলাদেশের স্বপ্নরাঙা ভোর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close