reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২২

ফখরুল হাসান

পায়ের দূরত্ব

পায়ে পা ছুঁয়েই জলকেলির উৎসব হতে পারতো

কিংবা পায়ে পা ছুঁয়েই আসতে পারতো বসন্তদিন

পা ছুঁয়েই তপস্যার মায়াময় রাত হতে পারতো ভোর

পায়ে পায়ে যুদ্ধের মহড়া শেষে ক্লান্ত দেহে তৃপ্তি নিয়ে

শীতের কুয়াশার শিশিরের মতো ভিজে যেত দেহবৃক্ষ

পা দুটি ছুঁয়েই হতে পারতাম কাক্সিক্ষত সেই প্রেমিক

আপসোস সোনায় মোড়ানো পা, ছুঁয়ে দেওয়া হলো না

পায়ের সাথে পায়ের দূরত্ব কেবল রেললাইনের মতো।

সংশয় ও লজ্জার কারণে চারটি পায়ের মিলন...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close