ফরিদপুর প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৪

ফরিদপুরে স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালিত

ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্মেলন কক্ষে গতকাল শুক্রবার সকালে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি পূজা উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সুরবরানন্দ। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুল কাদের আজাদ (এ কে আজাদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়মা আজাদ শাম্মী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা, চাঁদপুরের মেরিন একাডেমির প্রকৌশলী সৌরদীপ খাস্তগীর, বিদেশি অতিথি লুনা রহমান, সহ সম্পাদক স্বামী সুমধুরানন্দসহ অন্যরা। অনুষ্ঠানে ছিল শ্রীমৎ স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী, বৈদিক মন্ত্র ও স্তবগান পূজা, পুষ্পাঞ্জলি জপ, ধ্যান ও ভজন সংগীত। এ সময় বক্তারা বলেন, রামকৃষ্ণ মিশন আশ্রম একটি অনাথ শিশুদের নিয়ে গড়ে ওঠা, তাই বিদেশিদের এ আশ্রমের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close