হবিগঞ্জ প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২৪

বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকের মতবিনিময়

হবিগঞ্জে পেঁয়াজ ও চালের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ীরা পেঁয়াজ-চাল ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখার সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান। এ সময় জেলা প্রশাসক দোকানপাট পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াংকা পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুর, ধান-চাল মেইল মালিক সমিতির সভাপতি শংকর পাল, হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদাসহ পেঁয়াজ, ধান-চাল ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close