বিনোদন প্রতিবেদক

  ০৯ জানুয়ারি, ২০২৪

ভোট দিতে না পারায় আফসোস ববির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে গত রবিবার। ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে উদ্দীপনা কম ছিল না। এই তালিকায় রয়েছেন তারকারাও। ভোটাররা নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এদিকে ভোট না দিতে পারায় আফসোস প্রকাশ করেছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এই নায়িকা বলেন, ভোট দেওয়া নাগরিক অধিকার। কোনোভাবেই এটা মিস করা উচিত নয়। ববি ঢাকা-১৮ আসনের ভোটার। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্যদের মতো এই নায়িকারও আগ্রহ ছিল। তবে ভোট দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে পারলেন না তিনি। জানা গেছে, গত ৩ জানুয়ারি থেকে মা এবং বোনের সঙ্গে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ববি। তারও দুই মাস আগে বিমানের টিকিট কনফার্ম করা ছিল তাদের। মূলত এ কারণে ইচ্ছে থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি এই নায়িকা। শুধু তা-ই নয়, ভোট না দিতে পারায় ভীষণ আফসোস করে ববি বলেন, কিছু করার নেই। তবে খুব আফসোস হচ্ছে। দুই মাস আগে টিকিট কেটেছিলাম। তখন নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়নি। তখন যদি জানতে পারতাম তাহলে এক সপ্তাহ পিছিয়ে টিকিট নিতে পারতাম।

যাই হোক, এটি আমার জন্য দুর্ভাগ্য। তবে বিদেশে বসেও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উদ্দীপনা দেখে ভালো লেগেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close