ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৪

ফুলপুরে সম্পত্তি ফিরে পাওয়ার দাবি

ময়মনসিংহের ফুলপুরে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তির ফিরে পাওয়ার দাবিতে মৃত ব্যক্তির স্ত্রী ও কন্যারা গত বুধবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও অনশন ধর্মঘট করেন। একই সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।

জানা যায়, ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের চিকনা গ্রামের আব্দুল খালেক তালুকদার ৫ বছর আগে ৩ স্ত্রী, ৫ কন্যা ও ৭ ছেলে রেখে মারা যান। তিনি প্রায় ২৬ একর জমি রেখে যান। তার ছেলেরা তাদের এক মা লাইলি বেগম ও ৫ বোনের প্রাপ্য প্রায় ৯ একর জমি বেদখলে রেখেছে। গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ দরবারসহ দীর্ঘদিন চেষ্টা করেও তাদের প্রাপ্য স¤পদ আদায় করতে ব্যর্থ হন।

লাইলি বেগম জানান, ওয়ারিশ হিসাবে প্রাপ্য স¤পদ চাওয়ায় ছেলেরা তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close