গাইবান্ধা প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৪

সুন্দরগঞ্জে দগ্ধ বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মাস্টারপাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া মো. আবদুল মোত্তালেব মিয়া (৮১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহ¯পতিবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

আবদুল মোত্তালেব মিয়া সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মৃত মো. আবদুস সালাম মিয়ার ছেলে।

আবদুল মোত্তালেব মিয়া গত ২৫ জানুয়ারি বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুইদিন পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ঢাকায় পাঠান। পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুর রশীদ রেজা সরকার ডাবলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close