শৈলকুপা ও ঝিনাইদহ প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৪

শৈলকুপায় ভাতিজার হাতে চাচা খুন

ঝিনাইদহের শৈলকুপায় লাল্টু মোল্লাকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই ভাতিজার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের কাকুরাডাঙ্গা গ্রামের বিলের মাঠে এ ঘটনা ঘটে। লাল্টু মোল্লা ওই গ্রামের গেনু মোল্লার ছেলে।

জানা গেছে, লাল্টু তার চাচাতো ভাই নকাই মোল্লার স্ত্রী রিপা বেগমের সঙ্গে প্রায় তিন বছর আগে পালিয়ে গিয়ে সংসার শুরু করে। হঠাৎ লাল্টু বাড়ি এলে নকাই মোল্লার দুই ছেলে মিম আসাদ ও মিরাজ হোসেন ঘটনাস্থলে তাকে একা পেয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রতিবেশী খাইরুল নামের এক ব্যক্তি জানান, রিপা তিন সন্তান রেখে লাল্টুর সঙ্গে পালিয়ে যায়। তারপর পরিবারের সদস্যরা তাকে অনেকবার আনতে গেলেও রিপা ফিরে আসেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close