কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০২৪

কালিহাতীতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে ফারিয়া (২০) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাইয়ের আত্মহত্যার প্ররোচণার মামলায় শাশুড়ি ফাতেমা (৫২) ও শ্বশুর আবদুর রশিদকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কালিহাতী থানা পুলিশ।

নিহতের চাচাত ভাই ইমরুল শেখ জানান, ছেলের বউ হিসেবে ফারিয়াকে তার শাশুড়ি কখনো মেনে নিতে না পেরে নিয়মিতই নির্যাতন করতেন। বুধবার বিকেলে ফারিয়া তার খালার সঙ্গে মোবাইলে কথা বলার সময় আত্মহত্যার বিষয়টি বোঝা যায়নি। তবে শ্বশুর-শাাশুড়ি তাকে মেরে ফেলবে বলে জানায়। সন্ধ্যার পর তার শ্বশুর ফোন করে জানায় ফারিয়া আত্মহত্যা করেছে।

জানা যায়, দুই বছর আগে কালিহাতীর রামপুর পুরাতন বাজার বিলপাড় এলাকার মালয়েশিয়া প্রবাসী ফরহাদ হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে বিয়ে হয় বাগেরহাটের শিবপুর গ্রামের মেয়ে ফারিয়ার।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা মিন্টু চন্দ্র ঘোষ জানান, তদন্ত শেষে ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close