চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০২৪

চকরিয়ায় অর্ধলক্ষ ইয়াবাসহ আটক ৩

চট্টগ্রামে পাচারের সময় ৪৯ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করছে চকরিয়া থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর বাস টার্মিনালের কোচপাড়া পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুর ১টার দিকে চকরিয়া থানার হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আটক তিনজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার মো. জাহেদ (২২), টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়ার হাবিবুর রহমান ওরফে হাবিব (২৩) ও উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুরুংখালীর মো. মফিজ উদ্দিন (২৩)। তাদের বরিুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

পুলিশ জানায়, পাচারকারীরা কক্সবাজারের টেকনাফ থেকে দুটি মোটরসাইকেলে ওই ইয়াবা বহন করে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া থানার ওসি। এতে আটক তিনজনের দেহ তল্লাশি করে ইয়াবাভর্তি বেশকিছু পোটলা পাওয়া যায়। এ সব পোটলায় ৪৯ হাজার ইয়াবা ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close