পটুয়াখালী প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২৪

পটুয়াখালীর তিনটিতে নৌকা একটিতে লাঙ্গল বিজয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের একটিতে লাঙ্গল ও তিনটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। গত সোমবার দুপুরে জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক নূর কুতুবুল আলম স্বাক্ষরিত বার্তা শীটে এ তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী পার্টির

কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমীন হাওলাদার ৮০ হাজার ৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার পেয়েছেন ২৭ হাজার ৮৯২ ভোট।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ স ম ফিরোজ ১ লাখ ২৪ হাজার ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মহসীন হাওলাদার পেয়েছেন ২ হাজার ৯৫১ ভোট। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী এস এম শাহজাদা ৮৯ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মেজর (অব.) আবুল হোসেন পেয়েছেন ৪৮ হাজার ৫০৮ ভোট। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষমো. মহিববুর রহমান মহিব ৬০ হাজার ৮৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close