সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২৪

সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে ফের ভোট গণনার দাবি হেলালের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকার ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। একই সময় এ আসনে ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে জাল ভোট, রেজাল্ট শিট জালিয়াতি করে ফলাফল, নৌকার এজেন্টদের মারধর, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর করা হয়েছে বলে দাবি করে এর প্রতিবাদ জানান।

গতকাল মঙ্গলবার সকালে শিমলাবাজার বাসস্ট্যান্ড স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন মাহবুবুর রহমান।

প্রকৌশলী হেলাল বলেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল মো. আব্দুর রশিদ নির্বাচনী হলফনামায় তথ্য গোপনসহ বিএনপি-জামায়াতের ভোটারদের সঙ্গে কালো টাকার মাধ্যমে ট্রাক মার্কায় ভোট কালেকশন করেছেন। তাছাড়া বহিরাগতদের দিয়ে গণহারে সিল মারে ও প্রশাসনিক কারিশমায় ভোট গণনা নয়-ছয় করে ট্রাক প্রতীকে বেশি ভোট দেখিয়ে নৌকাকে পরাজিত করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close