প্রতিদিনের সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২০
অচল স্বাস্থ্যসেবা কর্মবিরতিতে
বেতনবৈষম্য নিরসনের দাবি স্বাস্থ্য সহকারীদের

------
পঞ্চগড় : সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক লায়লা আরজুমান, যুগ্ম আহ্বায়ক খাজা ময়েন উদ্দীন আহম্মেদ প্রমুখ।
বেনাপোল (যশোর) : স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শার্শা উপজেলা সভাপতি সালমা আক্তার। এ সময় বক্তব্য রাখেন শার্শা উপজেলা সহসভাপতি মহাসিন আলী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সহিদুল ইসলাম, রেনুকা খাতুন, মুক্তার আলী, মাহামুদা খাতুন, মামুনুর রহমান প্রমুখ।
ধুনট (বগুড়া) : কর্মসূচিতে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) আলতাব হোসেন, হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বগুড়া জেলা সহসভাপতি আবু মোহাম্মদ জিহাদ, ধুনট উপজেলা সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী আবদুল্লাহ আল মামুন, কামরুজ্জামান, শোকরানা, নুরনাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
মাধবপুর (হবিগঞ্জ) : সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী আবদুল আহাদ, তাজুল ইসলাম, হুমায়ুন কবির, জিয়াউর রহমান সুজন, টিপু সুলতান চৌধুরী, আসিফ আহামেদ প্রমুখ।
ভান্ডারিয়া (পিরোজপুর) : স্বাস্থ্য সহকারীরা ‘আপনার শিশুকে টিকা দিন’ লেখা ব্যানার গায়ে জড়িয়ে কর্মসূচি পালন করেন। দাবি না মানলে টিকাদানসহ সব কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে কর্মবিরতি পালন করারও হুশিয়ারি দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন, উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক এ জেড সায়েম, সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার প্রমুখ।
শিবচর (মাদারীপুর) : উপজেলার ১৯টি ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকরা কর্মবিরতি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন শিবচর উপজেলা দাবি বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মো. বেলায়েত হোসেন, আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, সদস্য সচিব মো. শাহীন ঢালী প্রমুখ।
ইসলামপুর (জামালপুর) : দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারী ইমরান খান, সুলতান আলী, আছমা বেগম, হেলথ ইন্সপেক্টর মিজানুর রহমান, মনোয়ারা খাতুন প্রমুখ।
উলিপুর (কুড়িগ্রাম) : কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম রসূল, যুগ্ম আহ্বায়ক নিবারণ চন্দ্র রায়, সদস্য সচিব আবুল কালাম আজাদ। হেলথ অ্যাসোসিয়েশন উলিপুর সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, বিএম আবদুল ওহাব শাহ্, আ. রহিম, মাসুদ রানা, নাজমা বেগম, সুলতানা আফরোজ, চিত্রা রানি প্রমুখ।
রায়পুরা (নরসিংদী) : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন রায়পুরা উপজেলা শাখা। বক্তব্য দেন রাখেন আয়োজক সংগঠনের উপজেলা সভাপতি বরকত আলী সরকার, সাধারণ সম্পাদক হাজী শরীফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী জয়নাল আবেদিন প্রমুখ।
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : কর্মসূচিতে উপজেলার আট ইউনিয়নের ১৯২টি টিকাকেন্দ্রে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা অংশ নিয়েছেন।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে স্বাস্থ্য সহকারীরা এ কর্মসূচি পালন করেন। উপজেলা হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু জামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হাবিবুল বাশার সুমন, উপজেলা স্বাস্থ্য সহকারী মো. ইব্রাহিম খলিল, এম কে আশরাফ ও তানিয়া সুলতানা প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর) : দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. নাজমুল হোসেন ভূঁইয়া, সদস্য সচিব সোহাগ চন্দ্র রনি, সদস্য আবদুর রহমান এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালীগঞ্জ সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফয়সাল পাঠান বক্তব্য রাখেন।
বরগুনা: হেলথ এ্যাসিস্ট্যান্ট ও হেলথ ইন্সেপেক্টর এসোসিয়েশন বরগুনা জেলা সভাপতি মো. এনামুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রিয়াজুল কবির রিয়াজ, সাফিয়া বেগম, হাসান মাহমুদ পলাশ, মো. সাইফুল ইসলাম, শরীফ কে কে জসিম উদ্দিন প্রমুখ।
মহেশপুর (ঝিনাইদহ) : হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মহেশপুর উপজেলা শাখার কর্মচারিরা বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি পালন করেন। এ সময় স্বাস্থ্য পরিদর্শক মিজানুরসহ অনেকেই বক্তব্য দেন।
আটোয়ারী (পঞ্চগড়) : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি নেতৃত্ব দেন হেল্থ এসিস্টেন্ট এসোসিয়েশন আটোয়রী সভাপতি মো. নুর আলম।
হাটহাজারী (চট্টগ্রাম) : সভায় সভাপতিত্ব করেন মোজাহিদুল মাওলা সেলিম। বক্তব্য রাখেন নজরুল ইসলাম, মিনহাজ উদ্দীন সৈয়দ, তৃপ্তি সেনগুপ্ত, মিনা বড়ুয়া প্রমুখ।
উজিরপুর (বরিশাল) : কর্মসুচি পালনকালে উপস্তিত ছিলেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান, ভুদেব মৈত্র, রিয়াজুল ইসলাম, রাকিবুল ইসলাম, জামাল হোসেন, বয়েজিদ, খলিলুর রহমান, রাসেল সিকদার প্রমুখ।
তানোর (রাজশাহী) : কর্মবিরতি পালনকালে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের তানোর উপজেলা শাখার সভাপতি আইয়ুব আলীসহ অনেকে।
"