ইবি প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০২৪

ইবিতে হামাস নেতার গায়েবানা জানাজা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খানের ইমামতিতে জানাজাটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, থিওলোজি ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এয়াকুব আলী ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের দাওয়াহথ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বান্নাহ বলেন, দখলদার ইসরায়েল বাহিনী হয়তো ভেবে নিয়েছিল একজনকে মেরে মুসলিম শক্তিকে দমিয়ে দেওয়া যাবে। তাদের স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, একজন হামাস প্রধানকে মেরে ফেলে মুসলিম জনতাকে থামিয়ে দেওয়া যাবে না। তার শাহাদতের মাধ্যমে তিনি জান্নাতে চলে গেছেন আমরা আশাবাদী। তার জায়গায় যিনি স্থলাভিষিক্ত হবেন তার নেতৃত্বে হামাস আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি মুক্তিকামী জনতা যুদ্ধ করছে। আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের হৃদয়ের রক্ত তাদের সঙ্গে আছে। এ ছাড়া সারা বিশ্বের নির্যাতিত মুক্তিকামী জনতার পাশে আমাদের কণ্ঠস্বর উজ্জীবিত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close