নরসিংদী প্রতিনিধি

  ২৪ মে, ২০২৪

পলাশের ডাঙ্গা ইউনিয়ন পরিষদের বাজেট

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত ৫ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৬১৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ৫৭৯ টাকা ও উদ্বৃত্ত রয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৪০ টাকা। গতকাল বৃহস্পতিবার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাবের উল হাই এ অর্থবছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

চেয়ারম্যান মো. সাবের উল হাইয়ের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।

ইউনিয়ন পরিষদের সচিব মো. মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় ইউনিয়ন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সরকার, পলাশ প্রেস ক্লাবের সভাপতি মো. আশাদউল্লাহ মনা, পলাশ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সফিকুল ইসলাম বাবুল, ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজাহার খন্দকার ও ডাঙ্গা উচ্চবিদায়লয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ছিদ্দিক নয়নসহ ইউনিয়নের ইমাম, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close