চট্টগ্রাম ব্যুরো

  ২৪ মে, ২০২৪

চট্টগ্রামে কনটেইনার ডিপো কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

মামলা প্রত্যাহারসহ অন্যান্য বিষয়ে সমঝোতা হওয়ায় চট্টগ্রামের তিনটি বেসরকারি কনটেইনার ডিপোর কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মো. ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডিপো কর্তৃপক্ষ কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানায়। এ ছাড়া কর্মচারীদের ইউনিয়নের নেতারা তাদের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার কথা জানান। ফলে তিনটি ডিপোতে অচলাবস্থার নিরসন হয়েছে। চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্টস কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ভূঁইয়া কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে এসএপিএল ডিপোয় এক সমঝোতা বৈঠকে সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়ন। কর্মসূচির অংশ হিসেবে তারা গত মঙ্গলবার এসএপিএল, ওসিএল এবং ইস্পাহানি ডিপোতে কাজ বন্ধ রাখে।

কর্মবিরতি প্রত্যাহারের ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার প্রতিদিনের সংবাদকে বলেন, ‘কাস্টমস কমিশনারের সভাপতিত্বে বৈঠকে বিষয়টির আপাতত সম্মানজনক সমাধান হয়েছে। এসএপিএল ডিপো কর্তৃপক্ষ কর্মচারীদের বিরুদ্ধে মামলার প্রত্যাহারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close