নিজস্ব প্রতিবেদক

  ০৮ মে, ২০২৪

শিক্ষার্থীদের ছাতা দিল বিজ্ঞান জাদুঘর

দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়েছে। বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তারা গত বুধবার থেকে ঢাকাসহ চট্টগ্রাম, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ, রংপুর, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী’র প্রত্যন্ত এলাকার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও এতিমখানার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ছাতা বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির মহাপরিচালকের পক্ষে ট পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

চীন থেকে আমদানী করা এ ছাতা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিশেষভাবে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ছাতা বিতরণকালে পরিবেশ সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা ও পরিবেশসম্মত জীবনযাপন নিয়ে বিজ্ঞান বিষয়ক বক্তৃতারও আয়োজন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close