বশেমুরবিপ্রবি প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০২৪

বশেমুরবিপ্রবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান।

গত রবিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি এক সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আগামী ২২ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সব বিভাগে সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধসহ অনলাইনে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথা নিয়মে চলবে। এক্ষেত্রে অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য ড. এ কিম এম মাহবুব জানান, শিক্ষার্থী ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাডেমিক কাউন্সিলে সবার মতামত গ্রহণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close