ইবি প্রতিনিধি

  ৩০ জানুয়ারি, ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষায় গুচ্ছ নয়

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ১২৭তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, গত ২৩ জানুয়ারির শিক্ষক সমিতির মিটিংয়েই আমরা গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকের একাডেমিক মিটিংয়ে আমরা প্রস্তাবটি উত্থাপন করি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া সমর্থন জানিয়েছেন। এছাড়া একাডেমিক কাউন্সিলে সবাই গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। এবার নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close