হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০২৪

হাতিয়ায় মাছের পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ

নোয়াখালীর হাতিয়ায় মাছের আহরণোত্তর পরিচর্যা এবং সংরক্ষণ পদ্ধতিবিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় উপজেলা মৎস্য দপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। গত ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী এবং মেরিন ফিশারিজ কর্মকর্তা আশারুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফারহানা লাভলী, নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন এবং হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী। প্রশিক্ষণে ১০ ব্যাচে ২৫০ জন সমুদ্রগামী মাঝি, সারেং এবং বোটের মালিক অংশগ্রহণ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close