reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২৪

কেরানীগঞ্জে কোস্টগার্ডের অভিযান

৫ হাজার কেজি জেলি চিংড়ি জব্দ

ঢাকার কেরানীগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার ৯০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে কোস্টগার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ধলেশ্বরী ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাতক্ষীরা থেকে চট্রগ্রামগামী ২টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৪ হাজার ৯০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় ট্রাক দুটির চালককে মুসলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিক উপস্থিত ছিলেন। পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close