ক্রীড়া প্রতিবেদক

  ২৪ এপ্রিল, ২০২৪

চায়ের শহরে ভারতীয় নারী দল

আগামী ২৮ এপ্রিল থেকে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মেয়েরা। সে উপলক্ষে সফরকারীরা গতকাল মঙ্গলবার দুপুরে সিরিজের ভেন্যু শহর সিলেটে এসে পৌঁছেছে। এবার প্রথমবারের মতো দল দুটি সংক্ষিপ্ত ফরম্যাটে পাঁচ ম্যাচের সিরিজে মোকাবিলা করবে। চলতি বছরই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বৈশ্বিক আসরকে সামনে রেখে নিজেদের সেরা প্রস্তুতি এবং কন্ডিশন সম্পর্কে ধারণা নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সফর এসেছে ভারতীয় নারী ক্রিকেট দল। মঙ্গলবার দুপুরের পর ভারতীয় ক্রিকেট দল সিলেটে পৌঁছে।

বিমানবন্দরে ভারত নারী দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অতিথিরা। এ নিয়ে তৃতীয়বার

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখলো ভারতের নারী ক্রিকেট দল। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ও শেষ ম্যাচ হবে দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। একই ভেন্যুর আউটারে তৃতীয় ও চতুর্থ

টি-টোয়েন্টি হবে দিনের আলোতে। শুরু হবে দুপুর ২টায়। গতবার বাংলাদেশ সফরে এসে আম্পারিং নিয়ে অভিযোগ তুলেছিলেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত। মাঠের বাইরে নানা বিতর্কিত কাণ্ডে জড়িয়েছিলেন। আম্পায়ারের পক্ষপাতিত্ব নিয়েও অভিযোগ করেন ভারত অধিনায়ক, শাস্তিও পেয়েছিলেন তিনি। এবার বিতর্ক এড়াতে বিসিবি পাঁচ ম্যাচ সিরিজের জন্য নিরপেক্ষ আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close