ক্রীড়া ডেস্ক

  ২৩ মার্চ, ২০২৪

জাভি বার্সায় থাক চাওয়া লাপোর্তার

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা আবারও বললেন, কোচ জাভি হার্নান্দেসকে আগামী মৌসুমেও তিনি তার ক্লাবে দেখতে চান। অবশ্য গত কয়েক মাসে বদলে যাওয়া বাস্তবতাকে অবজ্ঞা করছেন না লাপোর্তা। তাই তিনি বললেন, ডাগ আউটে জাভির থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে চলতি মৌসুম শেষে। ক্লাবের প্রকট আর্থিক সমস্যা, লিওনেল মেসির চলে যাওয়া, অভিজ্ঞ খেলোয়াড়দের আরো কয়েক জনের দলবদল- সব মিলিয়ে পালাবদলের মধ্যে দিয়ে যাওয়া বার্সেলোনার ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেন জাভি। নড়বড় দলকে দ্রুতই মজবুত করে তোলেন তিনি। পরের মৌসুমে দলকে এনে দেন লা লিগা জয়ের স্বাদও। তবে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুবার গ্রুপ পর্ব থেকে বিদায় বড় হতাশার কারণ ছিল দলটির জন্য। আর বার্সেলোনার মতো ক্লাবে, যেখানে জয়ই মূল কথা, সেখানে চাপ অনেক বেশি। এ চাপের কারণ দেখিয়েই গত জানুয়ারিতে জাভি মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন।

জাভির ওই ঘোষণার পর অবশ্য দলটির পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়েছে। সেই থেকে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে হারেনি তারা। জাভি চলে যাওয়ার ঘোষণা দিলেও ক্লাবের পক্ষ থেকে বরাবরই তাকে ধরে রাখার ইচ্ছার কথা বলা হয়েছে। অবশ্য এ বিষয়ে যতবার প্রশ্ন করা হয়েছে, জাভি প্রতিবারই বলেছেন, তার সিদ্ধান্ত আগের মতোই আছে। তবে দলটির জন্য আশার দিকও আছে, প্রতিবার জাভি উত্তর দেওয়ার সময় বলেছেন, ‘এখন পর্যন্ত’ তার সিদ্ধান্ত পাল্টায়নি। লাপোর্তাও হয়তো জাভির ওই কথাতেই আশা দেখছেন। সম্প্রতি মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে সেই আশার কথাই শোনালেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close