আ. শ. ম. বাবর আলী

  ১৯ অক্টোবর, ২০২৪

হেমন্ত আহ্বান

বিরক্তিকর সময় দিয়ে

শরৎ চলে যায়,

হেন্তকাল আমরা ছিলাম

তোমার প্রতীক্ষায়।

দেখিনি তো ঝরতে শিশির

সবুজ শ্যামল ঘাসে,

বন্যা এবং বৃষ্টি ছিল

ভাদ্র-আশি^ন মাসে।

গরমে প্রাণ ওষ্ঠাগত

গ্রীষ্মকালের মতো,

শিউলি ফুলের গাঁথতে মালা

যায়নি শিশু যত।

ছোট্ট পাখির কল-কাকলি

আসেনি তো কানে,

কেউ জানে না ঘাসফড়িং দল

ছিল যে কোনখানে।

এমনিভাবে কৃপণ শরৎ

গেল দিয়ে ফাঁকি,

হেমন্তকাল তোমারে তাই

আমরা আজি ডাকি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close