রাজীব হাসান

  ২৫ মে, ২০২৪

কাজী নজরুল ইসলাম

বাবরি চুলের সেই ছেলেটি

লিখত দারুণ বেশ,

শিশু-কিশোর সবার প্রাণে

আনন্দের আবেশ।

ছোটবেলার সেই দুখু মিয়া

বিদ্রোহী এক কবি,

কবিতায় তার সত্য-ন্যায়ের

উঠেছে ফুটে ছবি।

লিখে গেছেন কালজয়ী সব

কবিতা আর গান,

‘বিদ্রোহী’ তার অমর সৃষ্টি

গল্প ‘ব্যথার দান’।

‘চল্ চল্ চল্’ তার রণসংগীত

‘অগ্নিবীণা’ কাব্য,

নজরুল তিনি সবার সেরা

সবাই করে শ্রাব্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close