জিকরুল ইসলাম

  ২৫ মে, ২০২৪

দুখু মিয়া

এক যে ছিল দুখু মিয়া

চুড়ুলিয়া গাঁয়ে

দরিদ্রতার সাথে লড়ে

দাঁড়ায় নিজের পায়ে

মসজিদেতে আজান দিত

থাকত লেটোর দলে

মন্দিরেতে ঘণ্টা বাজলে

হরি রামও বলে।

কাজের ফাঁকে কাব্য লিখত

গান গাইত সুরে

তার প্রতিভায় মুগ্ধ মানুষ

কবি নাম দেয় জুড়ে

সেই কবি কাজী নজরুল

হয়ে আছেন মহান

বলে গেছেন দরিদ্রতাই

দিছে তাকে সম্মান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close