অ.শ.ম. বাবর আলী

  ২৫ মে, ২০২৪

নজরুল

নজরুল তোমাদের আমাদের

বিশ্বের,

নজরুল কুলিদের মজুরের

নিঃস্বের।

নজরুল ছোটদের বড়দের

বৃদ্ধের,

নজরুল মুসলিম হিন্দু ও

খ্রিস্টের।

নজরুল গল্পের নাটকের

কবিতার,

নজরুল সৈনিক সুরকার

গীতিকার।

নজরুল সুন্দর নির্মল

সত্যের,

নজরুল নকীব যে মুক্তির

তথ্যের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close