আন্তর্জাতিক ডেস্ক

  ১০ মার্চ, ২০১৮

আবার গুলি মার্কিন স্কুলে অধরা খুনি

বিতর্ক-আলোচনার শেষ নেই। বন্দুক আইন, স্কুলের নিরাপত্তা নিয়ে নড়ে বসছে হোয়াইট হাউসও। তবু বন্ধ হচ্ছে না আমেরিকার স্কুলে গুলি চলার ঘটনা এবং মৃত্যুও। তালিকায় সাম্প্রতিক সংযোজন আলাবামার বার্মিংহাম।

এখানকার হফম্যান হাই স্কুলে গত বৃহস্পতিবার ছুটির সময়ে পরপর দুটি গুলি চলে। একটিতে মৃত্যু হয় ১৮ বছরের এক ছাত্রীর। অন্যটিতে ১৭ বছরের এক ছাত্র জখম হয়েছে। বার্মিংহামের অন্তর্বর্তী পুলিশ প্রধান অরল্যান্ডো উইলসন জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে গুলি চলেছে বলেই এখনো পর্যন্ত মনে করছেন তারা। কিন্তু কেউ গ্রেফতার হয়নি। পুলিশও আর কিছু ভেঙে বলেনি।

কে, কোন পরিস্থিতিতে গুলি চালাল, তা জানতে স্কুলটির পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে। খোঁজা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। বন্দুকটি অবশ্য উদ্ধার হয়েছে। পুলিশ প্রধান জানাচ্ছেন, গুলি চলার আগে স্কুলে কোনো ঝগড়া-মারামারি হয়েছিল বলে এখনো অবধি জানা যায়নি। ‘অনেক প্রশ্নের উত্তর মিলছে না। ভিডিও ফুটেজ হাতে এলে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা গেলে ব্যাপারটা স্পষ্ট হতে পারে বলে আমরা মনে করছি। তার আগে পর্যন্ত এটি দুর্ঘটনা বলেই ধরে নেওয়া হচ্ছে’- বলেছেন পুলিশ প্রধান। দুই আক্রান্তের পরিচয় প্রকাশ করা হয়নি। বার্মিংহামের মেয়র র‌্যান্ডল উডফিন জানান, নিহত ছাত্রীর ক’দিন বাদেই কলেজে ভর্তি হওয়ার কথা ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist