নিজস্ব প্রতিবেদক

  ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

এবার তারে ঘুড়ি এক ঘণ্টা বন্ধ মেট্রোরেল

এবার মেট্রোরেলে ঘুড়ি আটকে যাওয়ায় মতিঝিল থেকে উত্তরা মেট্রোরেল সার্ভিস চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। মেট্রোরেলে থাকা যাত্রীরা জানান, কাজীপাড়ায় মেট্রোরেলের পাওয়ার ক্যাবলে একটি ঘুড়ি আটকে যাওয়ায় মেট্রো রেল সার্ভিস বন্ধ হয়ে যায়।

কাজী ফয়সাল নামে এক যাত্রী জানান, কাজীপাড়ায় স্টেশনের পাশে একটি ঘুড়ি আটকে যাওয়ায় ট্রেন সার্ভিস বন্ধ করা হয়। ট্রেন বন্ধ থাকায় তিনি স্টেশন থেকে নেমে রিকশায় করে তার গন্তব্যে রওনা হন।

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন ঘুরে দেখা যায়, ভ্যালেন্টাইনস ডে ও বসন্তবরণকে কেন্দ্র করে সেখানে যাত্রীদের প্রচুর ভিড়। তবে দায়িত্বরত কর্মীরা কাউকে প্ল্যাটফরমে উঠছে দিচ্ছেন না। যারা একক টিকিট কেটেছেন, তাদের টাকা ফেরত নেওয়ার জন্য বারবার ঘোষণা দেওয়া হয়।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় মেট্রোর তারে ঘুড়ি জড়িয়ে পড়ায় সার্ভিসটি বন্ধ হয়েছিল। পরে সমস্যার সমাধান করে চলাচল শুরু হয়। এর আগে গত ৪ ফেব্রুয়ারি মিরপুর-১১ নম্বর স্টেশনে সমস্যার কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে সিগন্যাল সিস্টেমে অসুবিধার কথা বলেছিলেন ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া। এরও আগে বিদ্যুৎ লাইনে তার পড়া এবং ফানুস আটকে থাকাসহ বিভিন্ন কারণে বেশ কয়েকবার চলাচল বিঘ্নিত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close