চাকরি ডেস্ক
২১ নভেম্বর, ২০২০
দীর্ঘমেয়াদি কোর্সে জনবল নেবে সেনাবাহিনী

------
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ৫.০০ এবং অন্যটিতে জিপিএ ৪.৫০ থাকলে আবেদন করা যাবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ ও তিনটিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলের দুটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা ‘ও’ লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে ‘এ’, তিনটিতে ‘বি’ ও একটিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলের দুটি বিষয়ের মধ্যে একটিতে ‘এ’ গ্রেড ও একটিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। ২০২০ সালের নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীরাও ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় অবশ্যই জিপিএ ৫.০০ বা সমমান থাকতে হবে।
ন্যূনতম শারীরিক মান
পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও প্রসারণ ৩২ ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারণ ৩০ ইঞ্চি। ওজন পুরুষদের ৫৪ কেজি ও নারীদের ৪৭ কেজি।
প্রার্থীর বয়স হতে হবে ১৭-২১ বছর (১ জুলাই ২০২১ তারিখে)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮-২৩ বছর।
আবেদন অনলাইনে
অনলাইনে আবেদন করতে হবে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি (এক হাজার টাকা) জমা দেওয়া যাবে টেলিটক, টি-ক্যাশ, ভিসা/মাস্টার কার্ড, বিকাশ ও রকেটের মাধ্যমে। আবেদন-সংক্রান্ত তথ্য ও তাৎক্ষণিক প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পেতে ওয়েবসাইটে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করুন। অনলাইনে আবেদন-সংক্রান্ত যেকোনো সমস্যায় কাস্টমার সাপোর্ট নম্বরে (০১৭১৩১৬১৯৭৯) যোগাযোগ করতে পারেন।
বাছাই প্রক্রিয়া
প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
লিখিত পরীক্ষা ১২ ফেব্রুয়ারি ২০২১ (শুক্রবার) নির্ধারিত কেন্দ্রে হবে। লিখিত পরীক্ষার ফল ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে আইএসএসবি পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে (www.issb-bd.org) সময়মতো প্রকাশ করা হবে। আইএসএসবি পরীক্ষা চলাকালে প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ‘সেনা সদর, এজির শাখা (পিএ পরিদপ্তর) ’ কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
সূত্র: কালের কণ্ঠ
"