বিনোদন প্রতিবেদক
আতিফের সঙ্গে গাইবেন তাহসান
আসছে নভেম্বরে ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। আয়োজকরা আগেই বিষয়টি নিশ্চিত করেছেন। এবার নিজেই বাংলাদেশি শ্রোতা-দর্শকদের উদ্দেশে বার্তা দিলেন আতিফ। একটি ফটোকার্ট শেয়ার করে গত বুধবার আতিফ তার ফেসবুক পাতায় লিখেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’
আতিফ আসলামকে নিয়ে ঢাকায় এই কনসার্টটি আয়োজন করছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। শুধু আতিফ নয়, বাংলাদেশ থেকে একই মঞ্চে গাইতে দেখা যাবে তুমুল জনপ্রিয় শিল্পী তাহসান খানকেও। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা।
আয়োজকরা জানিয়েছেন, শুধু আতিফ বা তাহসান নয়, আরো অন্তত দুজন শিল্পী এই কনসার্টে গাইবেন।
আয়োজকরা কনসার্টের ইভেন্ট শেয়ার করে জানান, আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টার দিকে। অনলাইনে টোমোরো.কম থেকে টিকিট কেনা যাবে, যদিও এখনো টিকিট বিক্রি শুরু করেননি আয়োজকরা।
"